বাঁশখালীতে নদীতে ভাসমান এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে আবু সৈয়দ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (৪ মে) বিকেল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি একজন প্রবাসীও বটে।

পরে আজ রবিবার (৪ মে) সকালে সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবু সৈয়দ উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেচ্ছিপাড়া এলাকার মৃত জামাল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গছে, শনিবার বিকেল থেকে হঠাৎ প্রবাসী আবু সৈয়দ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ রবিবার সকাল ১০টার দিকে স্থানীয়রা সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশের সহায়তায় নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) সাইফুল ইসলাম লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকেলে ওই ব্যক্তি নদীতে পড়ে যান। রবিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে। এটি একটি অপমৃত্যু বলে মনে হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top