সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় রয়েল গেটের সামনে লরির চাকায় পিষ্ট হয়ে মোঃ দিদারুল আলম (১৮) নামে এক কোরআনের হাফেজ নিহত হয়েছেন। নিহত দিদারুল আলম পূর্ব-দক্ষিণ ঘোড়ামারা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র ও দোল্লা ফকির জামে মসজিদের মোয়াজ্জেম এবং ঘোড়ামারা এলাকার মৃত জানে আলমের ছেলে।
রোববার (৪ মে) দুপুর ১১টার সময় উপজেলার কুমিরাস্থ রয়েল সিমেন্ট কারখানাস্থ রয়েল গেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাফেজ দিদারুল আলম সাইকেল চালিয়ে যাওয়ার সময় রয়েল গেটের সামনে একটি মিনিবাসের ধাক্কায় পড়ে গেলে এসময় কেএসআরএম স্টিল মিলের লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন