চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ম সমাবর্তনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩টি নির্দেশনা প্রদান করেছে। শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশনাগুলো দেয়।
চবি সূত্রে জানা গেছে, এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর পাশাপাশি এমবিবিএস সম্পন্ন করা এক হাজার ৪২৭, ডেন্টাল ও নার্সিং কলেজের ৪২০, মেডিকেল টেকনোলজিস্ট ৩৩৪ শিক্ষার্থী সনদ নেবেন। এ ছাড়া পিএইচডি সম্পন্ন করা ৩৯ জন এবং এমফিল করা ৪২ জন শিক্ষার্থী তাদের সনদ নেবেন।
সমাবর্তনের প্রধান বক্তা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনে সভাপতির দায়িত্ব পালন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার। এ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক উপাচার্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ঘিরে কর্তৃপক্ষের প্রস্তুতি চলছে জোরেশোরে । এরই অংশ হিসেবে সমাবর্তন নিতে আসা কনভোকিদের উদ্দেশে ১৩টি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ১২-১৫ মে পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ১২-১৪ মে পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে। আর ১৫ মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
কনভোকিদের ১৩ নির্দেশনায় যা যা রয়েছে
১। কনভোকি কার্ড ছাড়া সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থাকবেনা এবং ইহা হস্তান্তরযোগ্য নহে। কনভোকি কার্ড প্রদর্শন করে গাউন নিতে হবে।
২। কনভোকিগণ ১২/০৫/২০২৫ ও ১৩/০৫/২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০ থেকে দুপুর ৩.০০ টা পর্যন্ত) গাউন সংগ্রহ করতে পারবেন। ১৪/০৫/২০২৫ তারিখ সকাল ৭.০০ টা থেকে অবশিষ্ট গাউন বিতরণ করা হবে।
৩। ১৪/০৫/২০২৫ তারিখ দুপুরের খাবার সকাল ১০.৩০ মিনিট থেকে দুপুর ১২.০০ টার মধ্যে কুপন জমাপূর্বক সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট/নির্দিষ্ট বুথ থেকে সংগ্রহ করতে হবে।
৪। ৫ম সমাবর্তনে অংশগ্রহনকারী সকলকে দুপুর ১.০০ টার মধ্যে অবশ্যই অনুষ্ঠানের মূল প্যান্ডেলে প্রবেশ করতে হবে এবং অনুষ্ঠান শেষ হওয়ার আগে প্যান্ডেল ত্যাগ করা যাবেনা।
৫। কনভোকিদের ব্যক্তিগত কোন গাড়ী ১নং মূল গেইট (হাটহাজারী রোড) থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেনা। ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য শাটল ট্রেন ও বাসের ব্যবস্থা থাকবে। কনভোকিদের যাতায়াতের সুবিধার্থে চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট যথা ষোলশহর শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, জামেয়াতুল ফালাহ, পলিটেকনিক মোড় (ফ্লাইওভার থেকে নেমে) থেকে বাসের ব্যবস্থা থাকবে। সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত বাসগুলো শহর থেকে ক্যাম্পাসে যাতায়াত করবে এবং ক্যাম্পাস থেকে ফিরতি বাসগুলো বিকাল ৪ টা ৩০ মিনিটে শুরু হয়ে রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। শাটল ট্রেনের সময়সূচি বটতলী স্টেশন থেকে ৭ টা ১৫, ৭ টা ৪০, ষোলশহন স্টেশন থেকে ৯ টা৩০, ১০ টা ১৫ ও ১১ টা ৩০ এবং ফিরতি ট্রেন ক্যাম্পাস থেকে ১৬ টা ৪০, ১৮ টা ২০ ও ২১ টা ৪৫।
৬। সমাবর্তন দিনের বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময়সূচি ও পরিবহন বিষয়ক বিস্তারিত দিক-নির্দেশনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.cu.ac.bd) পাওয়া যাবে।
৭। যে সব কনভোকি অঙ্গীকারনামা আপলোড করে রেজিস্ট্রেশন করেছেন অথবা যাদের রেজিস্ট্রেশন কার্ড নাই, তারা অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড অথবা ফিস বাবদ ৩০০/- (তিনশত) টাকার পে-অর্ডার নিয়ে আসবেন, গাউন নেয়ার সময় তা অবশ্যই জমা দিতে হবে।
৮। যে সব কনভোকি ইতোমধ্যে সাময়িক সনদ/মূল সনদ নিয়েছেন, তারা অবশ্যই সাময়িক সনদ/মূল সনদের মূল (Original) কপি একটি খামে করে (খামের উপরে নাম, আইডি, বিভাগ/কলেজের নাম লিখতে হবে) নিয়ে আসবেন, গাউন নেয়ার সময় তা অবশ্যই জমা দিতে হবে। মূল সনদ/সাময়িক সনদের মূল (Original) কপি জমা দেওয়া ছাড়া গাউন সংগ্রহ করা যাবেনা।
৯। কনভোকিগণ তাদের গাউন এবং মূল সনদ/সাময়িক সনদ ও অন্যান্য ডুকমেন্ট জমা-উত্তোলন এবং গিফট আইটেম ও খাবারের কুপন তাদের বিভাগ/ইনস্টিটিউট/নির্দিষ্ট বুথ থেকে সংগ্রহ করবেন।
১০। অধিভুক্ত কলেজসমুহের জন্য নির্দিষ্ট বুথ থাকবে। কনভোকিগণ সংশ্লিষ্ট ডিন অফিসে যোগাযোগ করবেন।
ক) চিকিৎসা অনুষদের অধীন মেডিক্যাল কলেজসমূহের বুথের ব্যবস্থাপনায় থাকবেন ডিন, বিজ্ঞান অনুষদ, চবি।
খ) ইঞ্জিনিয়ারিং কলেজসমুহের বুথের ব্যবস্থাপনায় থাকবেন ডিন, ইঞ্জিনিয়ারিং অনুষদ, চবি।
গ) চারুকলা ইনস্টিটিউটের বুথের ব্যবস্থাপনায় থাকবেন ডিন, কলা ও মানববিদ্যা অনুষদ, চবি।
ঘ) সিইউসিবিএ এর বুথের ব্যবস্থাপনায় থাকবেন ডিন, বাণিজ্য অনুষদ, চবি।
ঙ) গার্হস্থ্য অর্থনীতি কলেজের বুথের ব্যবস্থাপনায় থাকবেন ডিন, সমাজ বিজ্ঞান অনুষদ, চবি।
১১। সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকাল ৪.৩০ টা থেকে রাত ১০.৩০ মিনিটের মধ্যে সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউট/নির্দিষ্ট বুথে গাউন ফেরত দিয়ে মূল সনদ ও উপহারসামগ্রী সংগ্রহ করবেন। যথাসময়ে অক্ষত অবস্থায় গাউন ফেরত দিতে ব্যর্থ হলে সনদ সংগ্রহের সময় নগদ ৩০০০/- (তিন হাজার) টাকা জরিমানা পরিশোধ করতে হবে।
১২। কনভোকিদের প্রদত্ত টুপি গিফট হিসেবে বিবেচিত হবে।
১৩। সমাবর্তন অনুষ্ঠানে ব্যাগ, মোবাইল ফোন, ছাতা, ক্যামেরা, টেপরেকর্ডার বা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
চাটগাঁ নিউজ/জেএইচ