রাঙ্গুনিয়ায় হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় খুনসহ একাধিক হত্যা, ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. ফয়সাল (২৫)। সে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকার মো. মফিজের ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতার ফয়সাল একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তাকে গত ৩০ এপ্রিল দক্ষিণ রাঙ্গুনিয়া থানার একটি অভিযানিক দল সিএমপি পাঁচলাইশ থানা এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি, ১টি সরকারি কর্মচারীর কাজে বাধাসহ গুরুতর আঘাত দান, ১টি মারামারি মামলার চার্জশিট ভুক্ত আসামি। বর্তমানে ১টি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার (০১ মে) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

জানা যায়, গ্রেফতার ফয়সাল সরফভাটা এলাকার আমির হোসেন (৬৫) ও তার স্ত্রী জুলেখা বেগম (৫৫) খুনের মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে এলাকায় একাধিক সন্ত্রাসী ও চাদাবাজীর অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তার দলের বাকী হুতাদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান ভুক্তভোগীরা।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top