চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামে আগুনে পুড়ে গেছে এক বৃদ্ধ দম্পতির দুই বসতঘর।
আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১১টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা আকাশে ছড়িয়ে পড়ে শীলবাড়ির একটি পুরোনো টিনশেড ঘর থেকে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো ঘর। আগুনের ভয়াবহতা বুঝে স্থানীয়রা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেন। দমকল বাহিনীর একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সাবেক দফাদার জহুর লাল শীল ও মৃত ডাঃ তপন শীলের পুরো ঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়, মূল্যবান কাগজপত্র এবং দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ শাকিল বলেন, আমরা আগুন দেখে ছুটে আসি। চেষ্টা করেছি পানি দিয়ে আগুন নেভাতে, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনোয়ারা স্টেশনের ইনচার্জ মো. ইউসুফ বলেন, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আনুমানিক ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডাঃ তপন শীলের ছেলে জিসান ও নিশান বলেন, ছোট বয়সে বাবাকে হারিয়ে আমার মা’সহ দুই ভাই খুবই কষ্ট করে আমাদের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে হিমশিম খেয়ে যাচ্ছি, তার উপর আজকের এ বিপদ। সরকার ও বিত্তবানদেরএ দূঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি।
চাটগাঁ নিউজ/এমকেএন