সীতাকুণ্ডে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: সীতাকুণ্ড গহীন চন্দ্রনাথ পাহাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকা থেকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় পুলিশ এই অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ মন্দির এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন প্রথমে পুলিশে খবর দেয়। এরপর সীতাকুণ্ড থানা পুলিশ মরদেহ উদ্ধারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেন।

এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার মচিন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমাদেরকে সীতাকুণ্ড থানা থেকে ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে চন্দ্রনাথ পাহাড়ের বীরুপাক্ষ এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০/৪২ হতে পারে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top