সাতকানিয়ায় অভিযানে ৩ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার একটি টিনশেড বসতঘরের ভিতর হতে উক্ত কার্তুজগুলো উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ২ টার সময় উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার বাসিন্দা ও থানার পলাতক আসামি মিনহাজের বাড়িতে থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে টিনশেড বসতঘরের ভিতর হতে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করে।

অন্যদিকে একই রাতে সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশ্বহাট বাজার সংলগ্ন ইশ্বরের টেকে অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ আবদুর রহমান নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম আবদুর রহামন (৫৫)। সে উপজেলার ছদাহা ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার তাজুর বাপের বাড়ীর মৃত আবদুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, পলাতক আসামি মিনহাজ এবং গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top