মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে ছিনতাই করতো তারা

গ্রেপ্তার ৭ ছিনতাইকারী

চাটগাঁ নিউজ ডেস্ক: মীরসরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম দামে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দিয়ে নগদ টাকা ছিনতাই করতো একটি চক্র। সে চক্রের ৭ যুবককে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (২৮ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়েছিল।

আটককৃতরা হলো— মো. ওয়াছি আলম প্রকাশ শান্ত (১৯), মো. সবুজ (২০), মো. আরিফুল ইসলাম, (১৯), মো. সোহেল রানা (২০), মো. রিয়াজ হোসেন (১৯), তারিকুল ইসলাম রিফাত (১৯) এবং মো. হৃদয় (১৯)। তাদের সকলের বাড়ি মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায়।
চাঁদপুরে এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

আরো জানা যায়, চক্রটি অনলাইনে কম মূল্যে মোটরসাইকেল বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে থাকে। চটকদার আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে বহিরাগত কেউ মোটরসাইকেল ক্রয়ের আগ্রহ দেখালে কৌশলে তাদের মীরসরাইয়ে নিয়ে আসেন। মীরসরাইয়ে আসার পর গাড়ি দেখানোর কথা বলে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মারধর করে টাকাপয়সা মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নিতো তারা।

এভাবে সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এক ভুক্তভোগীর সর্বস্ব কেড়ে নিয়েছিল চক্রটি। ওইদিন তারা মীরসরাই পৌর সদরের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের সামনে মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেখে মোটরসাইকেল ক্রয় করতে আসলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি প্রদান করে অভিযুক্তরা।

এ সময় ভুক্তভোগীকে আঘাত করে এবং সাথে থাকা নগদ ৬৮ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী ৭ জনের নাম পূর্বক মীরসরাই থানায় অভিযোগ দায়ের করলে তাদের গ্রেপ্তার করা হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ভিকটিমের সনাক্তকৃত অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা অভিযোগটি স্বীকার করে নেয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top