কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীর বড়উঠানে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম জয়নাব বেগম (২৫)। দুপুর ১টার দিকে বাথরুমে ঝরনার পাশে ঝুলন্ত অবস্থায় জয়নাবের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের জাগির পাড়ায় শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জয়নাব বেগম স্থানীয় মো. মহিউদ্দিনের স্ত্রী। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। জয়নাবের বাবার বাড়ি আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে।

প্রতিবেশীরা জানান, ৫-৬ বছর আগে জয়নাব-মহিউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। স্থানীয়দের দাবি, স্বামী মহিউদ্দিন পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।

এসআই সুজন জানান, খবর পেয়েই মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ তদন্তে পুলিশ কাজ করছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার খবর পেয়ে ফাঁড়ির আইসি ও মোবাইল টিম পাঠানো হয়েছে। বিস্তারিত ওরা আসলে জানা যাবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top