চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীবাহী একটি বাসের সাথে তেলবাহী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানচালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে পটিয়ার বাদামতল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত কাভার্ডভ্যানচালককে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক ) হাসপাতালে পাঠিয়েছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ বাসের সাথে একটি তেলবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তেলবাহী কাভার্ডভ্যানটি উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের ভিতরে আটকে যায় চালক। স্থানীয়দের চেষ্টায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসাপাতালে পাঠানো হয়।
পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ