দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

চাটগাঁ নিউজ ডেস্ক: কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে রবিবার দুপুর দেড়টায় তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।

গত শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ড. ইউনূসও সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তার আগে গত শুক্রবার কাতারের দোহা থেকে রোমে পৌঁছান তিনি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top