তিন লাখের বেশি টিসিবি কার্ড বিতরণ করছে চসিক

চাটগাঁ নিউজ ডেস্ক : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয়ের কার্যক্রমের ৩ লাখ ৯৬৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করছে চসিক। প্রথম ধাপে ৪১ ওয়ার্ডের ৫ হাজার ২৬৯টি কার্ড ওয়ার্ড সচিবদের মধ্যে বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের মাধ্যমে নির্দিষ্ট কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হবে। ধাপে ধাপে সব স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top