সন্দ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান (৩৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার দেলোয়ার খাঁ হাইওয়ে সড়কের বাউরিয়া ইউনিয়নের নোয়াহাট এলাকায় মডেল মসজিদ সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান উপজেলার হারামিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাছিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যরা জানান, মেহেদী হাসান কাছিয়াপাড়া মন্তার হাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দুপুর ২টার দিকে মোটরসাইকেলযোগে গাছুয়া ইউনিয়নে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মডেল মসজিদের সামনে মোড়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মালেক মুন্সি বাজারের স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ব্যবস্থাপক আকবর হোসেন জানান, আহত ব্যক্তিকে বিকেল ৩টার দিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। নিহত মেহেদী হাসানের এক ছেলে ও স্ত্রী রেখে গেছেন।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, এখনো এ বিষয়ে কেউ থানায় কোনো তথ্য দেয়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন

Scroll to Top