মহেশখালীতে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: মহেশখালী গাছ থেকে পড়ে আবু রায়হান (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কিশোরের পরিবার জানায়, সকালে বাড়ির আম গাছে আম পারতে উঠে আবু রায়হান। অসতর্কতাবশত গাছের ডাল ভেঙ্গে সে গাছ থেকে পড়ে আহত হয়। তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু রায়হান ওই এলাকার পশ্চিম সিপাহীর পাড়ার মকবুল আহমদের পুত্র এবং স্থানীয় আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র। তার মৃত্যুতে পরিবারও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top