ময়ূখকে ‘গাধা’ সম্বোধন অভিনেতা ঋত্বিকের

বিনোদন ডেস্ক: ভারতের বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষকে একহাত নিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সরাসরি ময়ূখের নাম না বললেও তাকে ‘গাধা’ বলে সম্বোধন করেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে পরোক্ষভাবে ময়ূখ রঞ্জন ঘোষকে ইঙ্গিত করে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ঋত্বিক। ফেসবুক পোস্টে অভিনেতা লেখেন, ‘ধরুন একটা গাধার নাম দিলেন ময়ূর আর তাকে কালারফুল করতে পাশে বসালেন রঞ্জন,তাহলে পুরোটা হল ‘ময়ূররঞ্জন’।’

ঋত্বিকের সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। কেউ কেউ দাবি করেন, বছরের সেরা স্যাটায়ার পোস্ট এটি। ঋত্বিকের পোস্টের কমেন্ট অনেকটাই স্পষ্ট যে ময়ূখের বিতর্কিত কাণ্ডে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও বিরক্ত। তাই অভিনেতার ইঙ্গিতপূর্ণ পোস্টের সঙ্গে একমত হয়েছেন তারাও। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘এসব আজেবাজে লোকদের নিয়ে চিন্তা করা বন্ধ করেন।’

ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অব ইনপুট হিসেবে কর্মরত ময়ূখ রঞ্জন ঘোষ। ভুয়া সংবাদ প্রচার ও সংবাদ উপস্থাপনার ধরনের কারণে বরাবরই সমালোচিত তিনি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top