ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জে সরকারি বন বিভাগের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় ফুলছড়ি সদর বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, রেঞ্জের ফুলছড়ি বিটের আওতাধীন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের রুপসী পাহাড় নামক এলাকায় বনবিভাগের পাহাড় কেটে জমি জবর দখল করে দু’টি ঘর নির্মাণ করে স্থানীয় কিছু লোক।
পরে দখল ঠেকাতে বৃহস্পতিবার সকালে ফুলছড়ি বিট কর্মকর্তা জুয়েল চৌধুরীর নেতৃত্বে স্টাফ, ভিলিজার ও বাগান পাহারা দলের সদস্যরা সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে জায়গা দখল মুক্ত করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, জড়িতদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। বন বিভাগের জমি রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/সেলিম উদ্দীন/এমকেএন