আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামী মোঃ নয়ন (৩২) কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৩ এপ্রিল) সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৭ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মোঃ নয়ন উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা এলাকার মোঃ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন খাদিম নগরে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামী মোঃ নয়নকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১৭ মার্চ আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাত করে পরৈকোড়া ভিংরোল গ্রামের মো. ছৈয়দের ছেলে মো. মানিককে হত্যা করা হয়। এ ঘটনায় মানিকের ভাই বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেপ্তার নয়ন ওই মামলার এজাহারনামীয় আসামী।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন