সন্ত্রাসী ছোট সাজ্জাদ আরও ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর ঘটনায় বায়েজিদ থানার মামলায় ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি সাজ্জাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেছেন।

এ ব্যাপারে মহানগর আদালতের সরকারি পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, বায়েজিদ বোস্তামি থানার একটি মামলায় আসামি ছোট সাজ্জাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত বছরের ৪ ডিসেম্বর অক্সিজেন এলাকায় সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরতে অভিযানে যায় বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। ওই সময় গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় বায়েজিদ থানায় মামলা দায়ের করা হয়। গত ১৫ মার্চ দিবাগত রাতে ঢাকার বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করা হয়। পরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা আছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top