চাকরি স্থায়ীকরণের দাবিতে চসিকের শ্রমিক-কর্মচারীরা মাঠে

নিজস্ব প্রতিবেদক : চাকরি স্থায়ীকরণের দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী শ্রমিক কর্মচারীরা মাঠে নেমেছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুরে টাইগারপাস বাটালি হিলস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে চসিক অস্থায়ী শ্রমিক কর্মচারী সংস্থার উদ্যোগে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে অস্থায়ী শ্রমিক-কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের জন্য বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শত শত শ্রমিক কর্মচারীরা বছরের পর বছর ধরে ক্যাজুয়েল বা দৈনিক মজুরী ভিত্তিতে চাকরি করছে। এসব অস্থায়ী শ্রমিক কর্মচারীরা চাকরি জীবন শেষ করে বিদায় নেবার সময় কোন সুযোগ সুবিধাও পান না। অথচ স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় সরকার নিয়ম অনুযায়ী প্রদেয় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন।

মানববন্ধন চলাকালীন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন কার্যালয়ে হাজির হলে অস্থায়ী শ্রমিক কর্মচারীরা তাকে ঘিরে ধরে নিজেদের দাবি তুলে ধরেন।

এসময় সিটি মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমি নগরের নানা সমস্যা সমাধান করে চলেছি। আপনারা হতাশ হবেন না। আপনাদের ত্যাগের কারণে নগরবাসী নাগরিক সেবা পাচ্ছেন। অস্থায়ীদের চাকরি স্থায়ীকরণের বিষয়টি সিদ্ধান্তে আছে। রাতারাতি কোন কিছু সম্ভব নয়। এখানে সমস্যার পাহাড়। আস্তে আস্তে সব সমস্যার সমাধান আমরা করব।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top