চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে চেকপোস্টে তল্লাশির সময় এপিবিএন পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ এক কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় স্থানীয় কয়েকজন যুবক জড়িত বলে অভিযোগ পুলিশের।
আহত পুলিশ সদস্যরা হলেন— এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীর।
জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় স্থানীয় বাঙালি জিয়াবুল হক ও আব্দুল আমিন প্রবেশ করছিলো। চেকপোস্টে তল্লাশিকালে সিএনজি চালকের সঙ্গে কথা বলার সময় এপিবিএন পুলিশের সঙ্গে জিয়াবুল ও আব্দুল আলিমের তর্কাতর্কি হয়। একপর্যায়ে এএসআই কামাল, কনস্টেবল মো. রিমন ও মো. আলমগীরকে মারধর শুরু করে ওই দুই যুবক। পরবর্তীতে তাদের আরও কয়েকজন সহযোগী লাঠি নিয়ে হামলা করে। হামলা শেষে অভিযুক্তরা তাৎক্ষণিক পালিয়ে যায়।
উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, এপিবিএন পুলিশ চেকপোস্টে তল্লাশির সময় স্থানীয় জিয়াবুল ও আব্দুল আমিনসহ আরও কয়েকজন পুলিশের ওপর হামলা করেন।
এসময় পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের ধরতে অভিযানিক দল প্রস্তুত করেছি।
চাটগাঁ নিউজ/জেএইচ