চাটগাঁ নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযুক্তদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) দায়িত্ব থেকে সরাতে শুরু করেছে মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় সংস্থাটির অথরাইজড অফিসার-১ মোহাম্মদ হাসানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজকে।
গত বুধবার (১৬ এপ্রিল) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ এর প্রশাসন শাখা-৬ একটি প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেন। সরিয়ে দেওয়া নির্বাহী প্রকৌশলী দুদকের মামলায় অভিযুক্ত বলে জানা গেছে।
এর আগে গত বছরের ১১ নভেম্বর তাকে দুর্নীতির মামলায় আসামি হওয়ায় সাময়িক বরখাস্ত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটির সচিব রবীন্দ্র চাকমা তাকে সাময়িক বরখাস্ত করে অফিস আদেশ জারি করেন।
এদিকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হলেও এখনও অথরাইজড অফিসার-১ হিসেবে দায়িত্ব বুঝে পাননি নির্বাহী প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ।
মোহাম্মদ হাসান ছাড়াও সিডিএর প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কাজী হাসান বিন শামস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী-২ এ. এ. এম. হাবিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনজুর হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আহম্মদ মঈনুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী রাজীব দাশ, অথরাইজড অফিসার-১ মোহাম্মদ হাসান, নির্বাহী প্রকৌশলী আ. হ. ম. মিছবাহ উদ্দিন, সহকারী অথরাইজড অফিসার মুহাম্মদ ইলিয়াছ আকতার, সহকারী প্রকৌশলী/সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ওসমান, সহকারী প্রকৌশলী মুহাম্মদ হামিদুল হক, এস্টিমেটর রুপন কুমার চৌধুরী, এস্টিমেটর সৈয়দ গোলাম সরোয়ার এবং সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা চলমান আছে।
চাটগাঁ নিউজ/জেএইচ