বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ, যিনি ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন, এবার ঈদুল আজহায় ফিরছেন নতুন রূপে। সর্বশেষ তাকে দেখা গেছে ‘ওমর’ সিনেমায়। দীর্ঘদিন পর হঠাৎ আবারও আলোচনায় উঠে এলেন তিনি, নির্মাতা সঞ্জয় সমাদ্দার-এর এক পোস্ট ঘিরে।
জানা গেছে, সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ নামের একটি নতুন সিনেমায় অভিনয় করছেন শরীফুল রাজ। সম্প্রতি নির্মাতা সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি স্থিরচিত্র প্রকাশ করেন, যা অল্প সময়েই চলচ্চিত্রপ্রেমীদের নজর কাড়ে এবং বিভিন্ন চলচ্চিত্র গ্রুপে ভাইরাল হয়ে যায়। অনেকে রাজকে স্বাগত ও শুভেচ্ছা জানান।
পরিচালক সঞ্জয় সমাদ্দার গণমাধ্যমকে জানান, ‘ইনসাফ’ সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়। বর্তমানে সিনেমার চিত্রধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে, শুধুমাত্র একটি গানের দৃশ্যায়ন বাকি রয়েছে। সেটির জন্য এফডিসিতে বিশেষ সেট নির্মাণ করা হচ্ছে এবং আগামী সপ্তাহেই শুটিং হবে বলে তিনি জানান। পরিকল্পনা অনুযায়ী, মে মাসের শুরু থেকে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা।
এই সিনেমায় শরীফুল রাজের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। পাশাপাশি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম, যাকে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন