পড়া হয়েছে: 23
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি বাসা থেকে স্বর্ণ চুরির ঘটনায় নুর জাহান আক্তার (২৫) নামে এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরের ওয়াপদা গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, বাসা থেকে একটি বাসা থেকে স্বর্ণ চুরির অভিযোগে একটি মামলা হয়। পরে তদন্ত করে আমরা ঘটনার সঙ্গে গৃহকর্মী নুর জাহানের সম্পৃক্ততা পাই। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে স্বর্ণ বিক্রির এক লাখ ৬ হাজার টাকাও উদ্ধার করি।
চাটগাঁ নিউজ/এসএ