ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা কাটল না জৌলুস হারানো জিম্বাবুয়ের বিপক্ষেও। টপ অর্ডার ব্যাটারদের চেনা ব্যর্থতার পর দাঁড়াতে পারল না মিডল অর্ডারও। তাতে রোডেশিয়ানদের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট নাজমুল হোসেন শান্তর দল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে কোনো ইনিংসে দেশের মাটিতে এটি চতুর্থ সর্বনিম্ন রানে অলআউট হওয়ার ঘটনা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। তবে উইকেটে থিতু হয়েও উইকেট দিয়ে এসেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৩২ রানে এই দুজনকে হারানোর পর তৃতীয় উইকেটে ৬৬ রান যোগ করেন মুমিনুল হক ও শান্ত। ৯৮ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক (৪০)।
বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিমও। দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকানো মুমিনুল (৫৬) পঞ্চম ব্যাটার হিসেবে আউট হয়েছেন ১৩৬ রানে। দলীয় ১৪৬ রানের মধ্যে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও। তবে দলকে দুই শ রানের স্বপ্ন দেখাতে থাকেন জাকের আলি ও হাসান মাহমুদ। দুজনে মিলে গড়েন ৪১ রানের জুটি।
দলীয় ১৮৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে হাসানের (১৯) পতনের পর বাকি ২ উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। ১৯১ রানেই অলআউট হয় লাল-সবুজ জার্সিধারীরা। দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৮ রান করেন জাকের।
জিম্বাবুয়ের হয়ে বল করেছেন পাঁচ বোলার। তাদের মধ্যে রিচার্ড এনগারাভা ছাড়া সফল ছিলেন সবাই। ৩টি করে উইকেট নিয়েছেন ব্লেসিং মুজারাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা। ২টি উইকেট নিয়েছেন ভিক্টর নিয়াচি। আর ওয়েসলে মাধেভেরে ৩ ওভার বল করে ২ মেডেনসহ মাত্র ২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
চাটগাঁ নিউজ/জেএইচ