চাটগাঁ নিউজ ডেস্ক: রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিন। আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর ২নং গেইট এলাকার জিন্নুরাইন কনভেনশন সেন্টারে ক্লাবের সদস্যদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী, বৈশাখী উৎসব পালন, রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা পল পি. হ্যারিসের জন্মদিন পালন করা হয়।
রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের প্রেসিডেন্ট এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি আজিজুল গনি চৌধুরী, পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সৈয়দা কামরুন নাহার, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সালাউদ্দিন, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, ট্রেজারার মো. ইকরাম পাশা, মো. জাহাঙ্গীর কবির, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ হোসেন, রোটারিয়ান জামাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম বাদশা, আহমেদ ইসমাঈল প্রমূখ।
বক্তরা বলেন, গ্রেটার চিটাগাং সবসময় মানবতা ও সুবিধা বঞ্চিতদের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষতেও এ ধারা অব্যাহত রাখবো।
চাটগাঁ নিউজ/এমকেএন