ভাগ্নিকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় নাজিমের ৩ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: ভাগ্নিকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি নাজিম উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

আজ রবিবার (২০ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সরোয়ার পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী জুনাইদ শিবলী জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

চলতি বছরের ৮ এপ্রিল গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া আব্দুল হাকিমের ঘরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তামান্না নাহিদ ইয়া আরজু (২০) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের বাসিন্দা। আসামি নাজিম উদ্দিন (৩০) সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের মৃত ছৈয়দ আহমেদের ছেলে।

পুলিশ সূত্র জানায়, পটিয়া সরকারি কলেজের এইচএসসি (২০২২-২৩ শিক্ষাবর্ষের) প্রাক্তন শিক্ষার্থী তামান্না নাহিদ ইয়া (আরজু) ঈদের ছুটিতে নানা বাড়ি বেড়াতে যায়। তার মায়ের খালাতো ভাই নাজিম উদ্দিনও সেখানে যান। রাত ২টার দিকে আরজুকে বিছানায় দেখতে না পেয়ে তার নানা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টয়লেটের মেঝেতে আরজু আক্তারের মুখে ওড়না ঢুকানো এবং গলায় ওড়না পেচানো অবস্থায় দেখতে পান।

আরজুর নানার ডাক-চিৎকারে অভিযুক্ত নাজিম দা দিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে গত ১১ এপ্রিল কক্সবাজার জেলার রামু থানার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়া দুর্গম পাহাড়ি এলাকা থেকে নাজিমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

চাটগাঁ নিউজ/ইউডি/এমকেএন

Scroll to Top