প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন চসিক মেয়র শাহাদাত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিতে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা থেকে চিঠি দেওয়া হয়েছে।

আজ রবিবার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডি.ও পত্রটি এতদ্‌সঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’

২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম ৩ লাখ ৬৯ হাজার ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। কিন্তু ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন ২৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন।

মামলায় শাহাদাত অভিযোগ করেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ফল কারচুপি করা হয়েছে। তিনি বলেন, প্রথমে তিনটি কেন্দ্রে তার শূন্য ভোট দেখানো হয়, পরে তা বেড়ে দাঁড়ায় ২৮টি কেন্দ্রে—যা “অবিশ্বাস্য ও অকল্পনীয়”।

এ মামলায় তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরী, রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ মোট ছয়জনকে আসামি করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আদালতের রায় আসে। একই বছরের ১ অক্টোবর প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাত হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন এবং রেজাউল করিমের নির্বাচনের ফলাফল বাতিল করেন।

রায়ের সাতদিন পর, ৮ অক্টোবর নির্বাচন কমিশন ডা. শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এরপর ৩ নভেম্বর তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top