বিনোদন ডেস্ক: দীর্ঘ ১৩ বছর প্রেমের পর গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। আর ২৪ ফেব্রুয়ারি ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের পর আজ শনিবার (১৯ এপ্রিল) অভিনেত্রীর প্রথম জন্মদিন। বিশেষ এদিনটি তিনি কাটাচ্ছেন শ্বশুরবাড়িতে।
মেহজাবীন বলেন, ‘বিয়ের পরপরই শ্বশুরবাড়িতে উঠেছি। জন্মদিনও স্বামীর বাড়িতে কাটছে। তবে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও দিনটা বিশেষভাবে উদযাপন করার ইচ্ছে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’
বলা দরকার, মেহজাবিনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। আর লাক্স তারকা হিসেবে শোবিজে পথচলা শুরু করা মেহজাবীন। এরপর কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে।
মেহজাবীন নাম লিখিয়েছেন সিনেমাতেও। গত বছর ছিল তার জন্য স্পেশাল। সে বছরই তিনি বড়পর্দায় হাজির হন। কাজ করেন শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ সিনেমায়।
চাটগাঁ নিউজ/এমকেএন