সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে তার পাষণ্ড স্বামী।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের শহীদ কলোনির মো. মাহমুদুল হক করিমের স্ত্রী এবং একই ইউনিয়নের চারাকান্দি পূর্ব নডালিয়া গ্রামের আইয়ুব খানের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গৃহবধূ সীমা আক্তারের সাথে তার স্বামী করিমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে করিম একটি ধারালো ছুরি নিয়ে স্ত্রীকে পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ ঘটনার পর স্বামী মাহমুদুল হক করিম পালিয়ে যায়।
খবর পেয়ে এলাকাবাসী গিয়ে সীমাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধরের এক পর্যায়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রক্তাক্ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ