ডাবল মার্ডার— এখনও উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি

নিজস্ব প্রতিবেদক : নগরের বাকলিয়া এক্সেস রোডের ডাবল মার্ডার ঘটনার হত্যাকারী, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও বিভিন্ন আলামত উদ্ধার করা গেলেও এখনো হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা যায়নি।

পুলিশের প্রাপ্ত তথ্যমতে, ডাবল মার্ডারে ব্যবহৃত অস্ত্রটি একজনের হাতে সংরক্ষিত ছিল না। সেটি বারবার হাত বদল হয়েছে। তবে আরো তথ্য পেতে একই মামলায় ছোট সাজ্জাদের অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে। এ জিজ্ঞাসাবাদে সেই অস্ত্রটি সম্পর্কে সম্যক তথ্য পাওয়া যেতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন জানিয়েছেন, অস্ত্রটি একাধিকবার হাতবদল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই উদ্ধার অভিযান চালাতে আমাদের একটু সময় লাগছে। ছোট সাজ্জাদকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। ডাবল মার্ডার মামলায় গ্রেফতার অন্য আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের সাথে ছোট সাজ্জাদের দেয়া তথ্যের যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে। অস্ত্র উদ্ধারের জন্য সম্ভাব্য সব জায়গায় আমাদের অভিযান চলছে। একটা রেজাল্ট পাব আশা করছি।

ঈদের আগে গত ৩০ মার্চ রাতে বাকলিয়া এক্সেস রোডে ডাবল মার্ডার সংঘটিত হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পেরেছে, এ হত্যাকাণ্ডে অংশ নেয় মোট ১৩ জন, যাদের ছয়টি মোটরসাইকেল ব্যবহার করতে দেখা গেছে। তিনটি মোটরসাইকেল ছিল ব্যাকআপে। হত্যায় ব্যবহৃত হয়েছে নাইন এমএম পিস্তল ও শর্টগান।

উল্লেখ্যা, ছোট সাজ্জাদকে গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে। বর্তমানে তার বিরুদ্ধে প্রায় ১৬টি মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/ইউডি/এসএ

Scroll to Top