চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে ব্যানার নিয়ে মিছিল বের করেন আট থেকে দশজন। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
গ্রেফতার পাঁচজন হলেন— দিদারুল আলম (৩৩), আরিছ উদ্দিন (২৫), মো. শাহেদ (২৬), মো. জুয়েল (২৮) ও মো. সুমন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার সকালে নগরের বহদ্দারহাট মোড়ে যুবলীগ মিছিল বের করে। মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৫ জনকে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, মিছিলের ব্যানারে ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম নগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে এই মিছিল বের করা হয়। মিছিলের সামনে পাঞ্জাবি পরা এক তরুণকে নেতৃত্ব দিতে দেখা যায়। তবে তিনি মোহাম্মদ হানিফ কি না, সেটি নিশ্চিত হওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এসএ