চট্টগ্রাম বহদ্দারহাটে যুবলীগের ঝটিকা মিছিল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে হঠাৎ ঝটিকা মিছিল করেছেন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে মিছিলটি বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও আবাসিক এলাকার সড়কের দিকে চলে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, একটি ব্যানার হাতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার দাবিতে মিছিলে অংশ নিয়েছে প্রায় ১০ থেকে ১৫ জন যুবক। তাদের বেশিরভাগেরই মুখে ছিল মাস্ক। তারা সবাই ‘জয় বাংলা, জয় বঙ্গবঙ্গু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নায়’ সহ শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হানিফ। আর মিছিলে থাকা ব্যানারটিতে লেখা ছিল, ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ হানিফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল। ব্যানারের নিচে প্রধান উপদেষ্টাকে কটূক্তি করে লেখা ছিল— ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। ইউনূস তুই রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়’।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মিছিলটি সকালে বের হয়েছে। আনুমানিক সকাল ৭টা থেকে সাড়ে ৭টার দিকে। আর মিছিলে অংশ নিয়েছে কয়েকজন। একটা ৩০ সেকেন্ডের মিছিল ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এরইমধ্যে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করেছি। অভিযান অব্যাহত আছে, বাকিদেরও আমরা আটক করে ফেলবো।

চাটগাঁ নিউজ/এমকেএন

সাম্প্রতিক জাতীয় সংবাদ জানতে ভিজিট করুন

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top