বিনোদন ডেস্ক: বিশ্বখ্যাত অনলাইন ভিত্তিক সিনেমার তথ্যভান্ডার আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেস) জনপ্রিয় ১০০ সিনেমার তালিকায় উঠে এসেছে বাংলাদেশের সিনেমা ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও শাকিব খান অভিনীত এই সিনেমাটি তালিকার ৪৪তম স্থানে অবস্থান করছে।
আইএমডিবির চার্ট বিশ্লেষণ করে দেখা গেছে, তালিকার শীর্ষে রয়েছে হলিউডের ‘আ মাইনক্রাফট মুভি’। সেই সঙ্গে তালিকায় স্থান পেয়েছে ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মতো বিশ্বখ্যাত সিনেমাগুলো। এই সিনেমাগুলোর পাশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘বরবাদ’, যা আইএমডিবিতে ৭.৪ রেটিং পেয়েছে।
এই অর্জনকে বড় এক গর্ব হিসেবে দেখছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আইএমডিবি চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে; এটা তো আমাদের জন্য অনেক আনন্দের, গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন আইএমডিবিতে জায়গা করে নিচ্ছে। তার মানে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে। এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের, একইসঙ্গে সবার জন্য গর্বের।’
ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি ইতোমধ্যে ঢাকাই সিনেমার বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির ১৭ দিন পার হলেও সিনেমাটির জনপ্রিয়তা এখনও তুঙ্গে।
চাটগাঁ নিউজ/এমকেএন