নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড় এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সিপ্লাসটিভির দুই সাংবাদিক। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদের পালিত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু তিনি দেশ ছেড়ে পালালেও থেমে নেই তার দৌরাত্ম। হঠাৎ বেশ কিছুদিন ধরে নগরের দেওয়ানজী পুকুর পাড় এলাকায় তার বাসভবনে অচেনা লোকজনের আনাগোনা বেড়ে গেছে জানান স্থানীয়রা। যা এলাকায় এক ধরণের আতঙ্ক এবং ভীতি সঞ্চার করছে বলে তাদের অভিযোগ।
এছাড়াও হাছান মাহমুদ ও তার পরিবারের ৭২২ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের বিষয় উল্লেখ করে দুদকের একটি নিউজ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহের জন্য দেওয়ানজি পুকুর পাড় এলাকায় যায় সিপ্লাসটিভির একটি টিম। এ সময় হাছান মাহমুদের পালিত সন্ত্রাসীরা তাদের ঘিরে ফেলে এবং সংবাদ সংগ্রহে বাধা দেয়। এক পর্যায়ে তারা হামলা চালিয়ে সিপ্লাসটিভির সাংবাদিকদের আহত করে। এসময় সাংবাদিকের ক্যামেরাও ভাঙচুর করে।
এদিকে, হামলার খবর পেয়ে নগরীর কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে আহত সাংবাদিক সিপ্লাসটিভির স্টাফ রিপোর্টার হুছাইন আব্বাস বলেন, সম্প্রতি হাছান মাহমুদ ও তার পরিবারের ৭২২ কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের বিষয় উল্লেখ করে দুদকের একটি নিউজ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আমাদের সম্পাদক আলমগীর অপু আমাকে এসাইনমেন্ট দেন এ বিষয়ে একটি রিপোর্ট করার জন্য। তাই আমি ক্যামেরাম্যান শরিফকে নিয়ে হাছান মাহমুদের পারিবারিক সম্পত্তি দেওয়ানজি পুকুর পাড়ের সেই ভবনে গেলে সেখানে বেশ কয়েক অচেনা লোক অতর্কিত আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তবে লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হামলা ও ক্যামরা ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিপ্লাসটিভির প্রধান সম্পাদক আলমগীর অপু।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ