পড়া হয়েছে: 72
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডি লেইন রহমান ম্যানশনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে নগরীর তামাকুমন্ডি লেইনের রহমান ম্যানশনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আগুন নিয়ন্ত্রণে আছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।