চট্টগ্রামে সিআরবি বস্তিতে আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রাজ্জাক আগুনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের কারণ বলে ধারণা করছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন… 

Scroll to Top