নিজস্ব প্রতিবেদক: পহেলা বৈশাখের অনুষ্ঠানে সাধারণত চিরায়ত বাংলা সংস্কৃতির চর্চা হবে, হাজার বছরের বাঙালি ঐতিহ্য, কৃষ্টি উপস্থাপিত হবে; এমনটাই প্রত্যাশা থাকে সবার। কিন্তু এবার সিআরবি শিরিষতলায় অনুষ্ঠিত বর্ষবরণ পহেলা বৈশাখের মঞ্চে উপস্থাপিত হয়েছে বিদেশি সংস্কৃতির নৃত্য ‘হিপহপ ড্যান্স’। যা নিয়ে সংস্কৃতি পাড়ায় চলছে সমালোচনা।
শিরিষ তলার বর্ষবরণ মঞ্চে ‘O-2 স্ট্রিট ড্যান্স ক্রু’ নামের একটি ডান্স গ্রুপ তাদের ‘হিপহপ ডান্স’ প্রদর্শন করেছে। চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানে এ ধরণের বিদেশি সংস্কৃতির নৃত্য পরিবেশনা সংস্কৃতি মহলে চলছে ব্যাপক সমালোচনা।
আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ-১৪৩২ বাংলা উপলক্ষে নগরীর সিআরবি শিরিষতলায় ‘নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রাম’র উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। ‘ভায়োলিনিস্ট চিটাগং’র সমবেত বেহালাবাদনের মধ্য দিয়ে যথারীতি অনুষ্ঠান পর্ব শুরু হয়। এরপর মঞ্চে আনন্দী সংগীত একাডেমি, সংগীত ভবন, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সুর সাধনা, নজরুল সংগীত শিল্পী সংস্থা, শ্রুতিনন্দন, নটরাজসহ বিভিন্ন সংগঠন তাদের দলীয় পরিবেশনা উপস্থাপন করে। কর্মসূচির ধারাবাহিকতায় বাচিক শিল্প সংগঠন বোধন, প্রমা, তারুণ্যের উচ্ছ্বাস, উচ্চারকসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা তাদের আবৃত্তি পরিবেশন করেন।
তবে একই মঞ্চে উঠে আসে ‘O-2 স্ট্রিট ড্যান্স ’ নামের একটি ড্যান্স গ্রুপ। ১৫-২০ জন সদস্যের এ গ্রুপটি মঞ্চে উঠে নিজেদরে পজিশন নেয়। স্পিকার থেকে উচ্চ শব্দে ভেসে আসে হিপহপ মিউজিকের তালে তালে পপ শিল্পী মিলা’র ‘‘গ্রামে গঞ্জে পালা গানের মঞ্চে/অন্তরে বন্দরে খবর দিয়ে দে/ মাঠে ঘাটে আর শহর তল্লাটে, হাওয়ায় হাওয়ায় ঢেউ তুলে দে’’ গানটি।
এ গান কানে লাগার সাথে সাথে পহেলা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের চোখ ছানাবড়া। কান একেবারে খাড়া। সবাই একটু নেড়েচেড়ে উঠল। যেসব দর্শক এতক্ষণ খাওয়া-দাওয়া, গল্পগুজব আর আড্ডায় মেতেছিলেন, তাদের দৃষ্টিও ফিরে গেলো মঞ্চে।
গানের তালে তালে ড্যান্স গ্রুপের সদস্যরা পরিবেশন করছে ওয়েন্টার্ন কালচারের হিপহপ নৃত্যু। পহেলা বৈশাখের অনুষ্ঠানে আচমকা এমন পরিবেশনা দর্শকদেরকে খানিকটা উন্মাদনা দিয়েছে বটে। তবে এমন পরিবেশনায় তারা যেন খানিকটা বিষ্মিত! এ নিয়ে উপস্থিত দর্শকতো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।
সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অভিযোগের সুরে বলেন— এটা উদ্ভট চিন্তার ফল। আমাদের শেকড় উপড়ে ফেলার ষড়যন্ত্র। নববর্ষের অনুষ্ঠানে কেন পশ্চিমাদের সংস্কৃতি হিপহপ ড্যান্স পরিবেশন করতে হবে? বিশ্ব সংস্কৃতির সাথে আমাদের মেলবন্ধন গুরুত্বপূর্ণ। তাই বলে আজকের দিনে কেন? আজ কেবল আমাদের দেশিয় সংস্কৃতি প্রচার-প্রকাশের দিন।
জানতে চাইলে সংস্কৃতি কর্মী ও নাট্য পরিচালক সুচরিত দাশ খোকন জানান, নববর্ষের অনুষ্ঠানে কেন হিপহপের আয়োজন রাখা হয়েছে তা আয়োজকরাই ভাল বলতে পারবেন। হিপহপ আমাদের সংস্কৃতির অংশ না এটা সত্য। আমার জানামতে সিআরবি-তে রবীন্দ্র, নজরুল, লোক সংগীত, আবৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি ছিল। হিপহপের বিষয়ে আমি আর মন্তব্য করতে চাই না।
নববর্ষ উদ্যাপন পরিষদ চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক ফারুক তাহের অবশ্য হিপহপের পক্ষেই সাফাই গাইলেন।
তিনি জানান, ‘O-2 স্ট্রিট ড্যান্স’ গ্রুপটি দীর্ঘ ১০ বছর যাবৎ চট্টগ্রামে বিভিন্ন স্থানে নৃত্য পরিবেশন করে আসছে। তারা বাংলা গানের সাথেই হিপহপ ড্যান্স করেছে। তবে এ ধরণের বড় মঞ্চে তারা আগে সুযোগ পায়নি। আমরা তাদের সম্পর্কে ভাল করে খোঁজখবর নিয়ে, তদন্ত করে তারপর তাদেরকে সুযোগ দিয়েছি। তাদেরকে সুযোগ দেয়া না হলে আগামী প্রজন্ম যারা পশ্চিমা ধাচের সংস্কৃতির সাথে পরিচিত তারা নববর্ষের অনুষ্ঠানে আসতে বা দেখতে উৎসাহিত হবে না।
চাটগাঁ নিউজ/ইউডি/জেএইচ
সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে