চট্টগ্রাম কারাগারে বর্ষবরণ, পাঁচ হাজার বন্দির পাতে পান্তা-ইলিশ

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলা বর্ষবরণের আনন্দের ভাগীদার হয়েছেন কারাবন্দিরাও। পান্তা-ইলিশে সকাল শুরুর পর দিনভর তাদের জন্য রাখা হয়েছে নানা আয়োজন। দুপুরে ও রাতে উন্নত খাবারের পাশাপাশি বন্দিদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। করানো হয়েছে মিষ্টি মুখও।

কারাগার সূত্রে জানা গেছে, পাঁচ হাজার বন্দীর জন্য সকালে পান্তা-ইলিশের পাশাপাশি দুপুরে পোলাও, মুরগির মাংস ও ডালের ব্যবস্থা করা হয়েছে। বৈশাখের বাঙালিয়ানার আমেজ বন্দীদের মাঝে ছড়িয়ে দিতে পান, সুপারি ও মিষ্টি খাবারের তালিকায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে কারাগারের চার দেওয়ালের ভেতর উৎসবমুখর পরিবেশে বন্দীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দিনভর।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সি‌নিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, কারা‌বি‌ধি অনুযায়ী বন্দীদের জন্য প্রতি উৎসবে বিশেষ খাবারের ব্যবস্থা থাকে। তবে এবারে আনুষ্ঠানিকভাবে এই আয়োজন করা হয়েছে। কারাবন্দী সব কয়েদি ও হাজতিকে পহেলা বৈশাখের পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন হয়েছে।

তিনি জানান, বন্দীদের নিজস্ব একটি শিল্পী দল আছে, তারা গান গেয়েছেন।

চট্টগ্রাম কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল বলেন, কারাগারে প্রায় এক যুগ আগে বন্দীদের পান্তা-ইলিশ খাওয়ানোর মাধ্যমে পহেলা বৈশাখ বরণ করা হয়েছিল। তারপর বন্দীদের পান্তা-ইলিশ দেওয়া হয়নি। তবে প্রতি বছর বৈশাখের বিশেষ দিনে উন্নতমানের খাবার দেওয়া হতো। এবারও পান্তা-ইলিশের পাশাপাশি উন্নতমানের খাবার পরিবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…

 

Scroll to Top