হাজী আব্দুল শুক্কুরের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংযুক্ত আরব আমিরাত কমিটির সদস্য ও দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জুর পিতা হাজী আব্দুল শুক্কুর বার্ধক্যজনিত কারণে শুক্রবার (১২ এপ্রিল) রাত ১ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, হাজী আব্দুল শুক্কুর এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধার্মিক এবং সৎ ও সজ্জন মানুষ হিসেবে মরহুম হাজী আব্দুল শুক্কুর প্রতিবেশীদের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

বিএনপি মহাসচিব শোকবার্তায় হাজী আব্দুল শুক্কুর এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন… 

Scroll to Top