চাটগাঁ নিউজ ডেস্ক: চলতি বছর হজ করতে ইচ্ছুক মুসল্লিদের নিরাপত্তার জন্য নতুন নিয়ম ও নির্দেশনা ঘোষণা করেছে সৌদি আরব। আজ রোববার (১৩ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপত্তা মাথায় রেখে নতুন নিয়ম ঘোষণা করে।
মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আজ ১৩ এপ্রিলের পর আর কাউকে উমরাহর জন্য প্রবেশ করতে দেওয়া হবে না।যারা অবস্থান করছেন ২৯ এপ্রিলের মধ্যে তাদের মক্কা ত্যাগ করতে হবে। ২৩ এপ্রিল থকে মক্কায় কঠোর নিয়ম অনুসরণ করা হবে। সেখানে অবস্থানরত সবার পরিচয়পত্র ও ওয়ার্ক পারমিট পরীক্ষা করা হবে।
সৌদির অন্যান্য অঞ্চলে থাকা বিদেশি নাগরিকরাও এসময় মক্কায় প্রবেশ করতে পারবেন না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা নিয়েও ২৯ এপ্রিলের পর মক্কায় প্রবেশ করা যাবে না।
এই নিয়মগুলো মক্কায় প্রবেশ করতে চাওয়া সব বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য। সবার জন্যই আলাদা পারমিট লাগবে। ট্রাভেল কিংবা ওয়ার্ক পারমিট প্রদর্শন করতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
চাটগাঁ নিউজ/জেএইচ
সাম্প্রতিক সব খবর পেতে ভিজিট করুন…
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে