আমিরাতে সিড়ি থেকে পড়ে প্রবাসী মহিন উদ্দিনের মৃত্যু

আরব আমিরাত প্রতিনিধি: আবুধাবির জুনুর শামকা এলাকায় মহিন উদ্দিন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহিন উদ্দিনের বাড়ি ফেনী জেলার সোনাগাজী থানার দক্ষিণ চর দরবেশ এলাকায়।

সোমবার (৭ই এপ্রিল) দেশটির জুনুর শামকা এলাকায় কোম্পানিতে দৈনিক কাজে গেলে হঠাৎ সিঁড়ি স্লিপ করে নিচে পড়ে গেলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ২০০৪ সালে আবুধাবীর লিওয়া এলাকায় কাজের ভিসায় যান মহিন উদ্দিনের বাবা আবু বকর সিদ্দিক। ২০০৮ সালে প্রবাসী বাবা তার নিজের ছেলে মহিন উদ্দিনকে আমিরাতে নিয়ে যান। প্রায় দীর্ঘ ১৭ বছর এই প্রবাসে তার কর্মস্থান। দীর্ঘ ১৭ বছর কাজ করার পর একই মালিক থেকে নতুন কিছু করার জন্য বিগত সেপ্টেম্বর ২৪ সালে তিনি ভিসা ক্যান্সেল করেন। ফ্রি নতুন ভিসার জন্য আবেদন করলে পাসপোর্ট এর মেয়াদ কম থাকার কারণে নতুন ভিসা করতে পারে নাই। নতুন একটি ই-পাসপোর্ট করার জন্য আবেদন করেন এবং পুরাতন পাসপোর্টটি এক বছরের জন্য মেয়াদ উত্তীর্ণ করেন। এক বছর মেয়াদ উত্তীর্ণ করার পরেও নতুন লাইসেন্স এর ভিসা লাগাতে না পারায় সেই অবৈধ হয়ে যান প্রবাসে। পরে আবুধাবির জুনুর শামকা এলাকায় অন্য একটি কোম্পানিতে দৈনিক কাজের বিনিময়ে যোগদান করেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত ৭ই এপ্রিল কাজে গেলে হঠাৎ সিঁড়ি স্লিপ করে নিচে পড়ে গেলে তার আকস্মিক মৃত্যু হয়।

এই ব্যাপারে একটা অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামী ১৫ই এপ্রিল দুবাই থেকে বাংলাদেশ বিমানযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে মৃতদেহ পৌঁছানোর কথা রয়েছে।

চাটগাঁ নিউজ/সনজিত/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগা নিউজ হোমপেজ

 

Scroll to Top