চবির ৫ম সমাবর্তনে ২২ হাজার গ্র্যাজুয়েটের আবেদন জমা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে। এ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছেন ২২ হাজার ৬০০ গ্র্যাজুয়েট।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটোয়ারী।

ড. এনায়েত উল্ল্যা পাটোয়ারী জানান, এই সমাবর্তনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট উপাধি প্রদান করা হবে। এছাড়া তিনি সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

তিনি আরও জানান, সমাবর্তনের তারিখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেককে নানা ধরনের বিরূপ মন্তব্য করতে দেখা গেছে। আসলে এই তারিখটা আমরা ঠিক করিনি এটা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঠিক করা হয়েছে। আর গাউনের সাথে আমরা এবার টুপি দেওয়ার সিদ্ধান্তও নিয়েছি যা বিশ্ববিদ্যালয়ের পূর্বের সমাবর্তনে দেওয়া হয়নি। যা নিয়ে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আলোচনা চলছে।

সমাবর্তনে আবেদনের সময় ছিল ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত। কিন্তু প্রথমে মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ না দিলেও পরে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূল সনদ উত্তোলনকারী শিক্ষার্থীদেরকে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নতুন করে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে যা ছিল ১লা এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত। ১লা এপ্রিল ইদুল ফিতরের ছুটি ও কিছু টেকনিক্যাল জটিলতা থাকায় প্রশাসন আবার সময়সীমা পরিবর্তন করে ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয়।

জানা গেছে, এবারের সমাবর্তনে অংশ নিবেন ২০১১ সাল থেকে ২০২৩ সালের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা।  এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় সমাবর্তন। ধারণা করা হচ্ছে দেশের মধ্যে এটিই সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে। যা দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে একসাথে এত সেশনের সমাবর্তন অনুষ্ঠান করার নজির নেই।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। এ পর্যন্ত ৫৬ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মাত্র ৪টি সমাবর্তন। এখন পুরোদমে প্রস্তুতি চলছে ৫ম সমাবর্তন আয়োজনের।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top