সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ২০৯ জন উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : সাগরপথে মালয়েশিয়ায় পাচারকালে সেন্টমার্টিন উপকূল থেকে ১৬৭ জন রোহিঙ্গা ও ৪২ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার (৮ এপ্রিল) রাতে সেন্টমার্টিন থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় পাচারকারী চক্রের ১২ সদস্যকে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সেন্টমার্টিনে টহল দেওয়ার সময় কোস্টগার্ড সদস্যরা দেখতে পান যে, একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের বোট দিয়ে কিছু লোককে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে।

বোটটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের পিছু নেয় কোস্টগার্ড। এরপর রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিনের ছেরাদ্বীপের পূর্ব পাশে এটি আটক করা হয়।
পরে কোস্টগার্ড সদস্যরা বোটে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন, তাদের অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়া নিয়ে যাওয়া হচ্ছে।

উদ্ধার লোকজনের মধ্যে রোহিঙ্গা পুরুষ-৬৭, নারী ৭২ এবং শিশু ২৮ জন। আর বাঙালি পুরুষ ছিল ৪২ জন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top