উখিয়া কুতুপালংয়ে সংঘর্ষের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় সীমানা প্রাচীর নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত রওশান আরা নামের চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে৷ এনিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে৷ তিনি নিহত আব্দুল মান্নানের বড় বোন৷

বুধবার (৯ এপ্রিল) মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ তিনি ঘুমধুম বড়বিল শশুর বাড়ি থেকে কুতুপালং বাপের বাড়ি বেড়াতে এসে ছুরিকাঘাত হয়৷

গত রোববার সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় সীমানা প্রাচীর নিয়ে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মধ্যে সংঘর্ষে কুতুপালং বাজার মসজিদের খতিব ও জামায়াত ওয়ার্ডের আমীর নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শশুর বাড়ি সোনারপাড়া থেকে কুতুপালং বাপের বাড়িতে বেড়াতে আসা শাহিনা বেগম (৪০) নিহত হয়৷ সর্বশেষ চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরেক বড় বোন রওশন আরার মৃত্যু হয়৷

এরআগে সোমবার পৃথকভাবে দুপুর ২টায় কুতুপালংয়ে জামায়াতে নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুনের জানাজা ও ৩টায় কুতুপালংয়ে আব্দুল মান্নানের জানাজা এবং তাঁর বোন শাহিনা বেগমের জানাজা সোনারপাড়া শশুর বাড়ির এলাকায় সম্পন্ন হয়৷

এ ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী প্রথম পক্ষ বাদী হয়ে উখিয়া থানায় মামলা করেন৷ এজাহারভুক্ত আসামি আব্দুল হামিদ নামের একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি নিহত জামায়াত নেতার ছোট ভাই বলে জানা গেছে৷ বর্তমানে পুলিশ পাহারায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, সীমানা প্রাচীর নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল মান্নানের বড়বোন চট্টগ্রাম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে৷ ঘটনার দিন ৩ জনসহ মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৷ আরও বেশকয়েকজন চিকিৎসাধীন আছে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, কুতুপালংয়ের ঘটনায় আহত রওশান আরা নামের চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে৷ রোববারে চাঞ্চল্যকর ঘটনায় নিহত আব্দুল মান্নানের স্ত্রী ও আব্দুল্লাহ আল মামুনের মা বাদী হয়ে পৃথকভাবে ২টি মামলা দায়ের করেছেন৷ এজাহারভুক্ত আসামি একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ৷ সোমবারে ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে৷

চাটগাঁ নিউজ/ব্রাহিম মোস্তফা/এমকেএন

Scroll to Top