বিনোদন ডেস্ক: ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। পরবর্তী কোনো এক সময় দেশের চার শহরে একযোগে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। তবে পরে এ কনসার্ট হলেও তাতে আর অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তিনি।
আসিফ আকবর তার পোস্টে লেখেন, ‘এই দেশ নয়, ঐ দেশ নয়- শুধু মেড ইন বাংলাদেশী শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প্যা লেস্টাইনে বেদনাবিধুর পরিনতির কারনে শুক্রবার অর্থ্যাশৎ ১১ই এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ই এপ্রিল নেয়া হয়েছিল। গতকাল উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। ’
তিনি লেখেন, ‘দীর্ঘ ক্যা রিয়ারে আমি একটা বিষয় সবসময় লক্ষ্যই করেছি- যে কোন কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন সময়ের কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি। ’
আসিফ আকবর লেখেন, ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন্যআশা জাগানিয়া একটা প্ল্যাটটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হয়ে যাওয়ার কারনে শিল্পী মিউজিশিয়ান সাউন্ড লাইট স্টেজ ব্য্বস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবারো নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত্যরক্ষ করলো, কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল- তারাও বঞ্চিত হলো। ’
বিএনপির রাজনীতিতে যুক্ত এ কণ্ঠশিল্পী লেখেন, ‘আমি ব্যমক্তিগতভাবে হতাশ, আমার টিমকে বলে দিয়েছি বাংলাদেশের অভ্যরন্তরে কনসার্ট আমাদের জন্যী আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে- সেটা হবে না। সবার আগে বাংলাদেশ কনসার্টের জন্যআ আবারো একটা ডেট হবে, কনসার্টও হবে- তবে আমি আর থাকতে চাইনা।’
আসিফ লেখেন, ‘আমি শিল্পী, এটা আমার আয় রোজগারের জায়গা। এই জায়গাটা আবারো সিদ্ধান্তের খড়গে পড়ে আরো যেন অনিশ্চিত না হয়ে যায়!! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট- শুভকামনা রইলো। আমি রুপকথার সেই অন্ধ রাজকুমারের মত আগের জায়গাতেই থাকি।’
সবশেষে বরাবরের মতো তিনি লেখেন, ‘ভালবাসা অবিরাম।’ (স্ট্যাটাসটির বানান অপরিবর্তিত রাখা হয়েছে)।
চাটগাঁ নিউজ/এমকেএন