পটিয়ায় ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম পটিয়ায় নিজ বাড়ির পাশে একটি ফসলের ক্ষেত থেকে নুরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর ছনহরা এলাকার একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল ৯ টার দিকে স্থানীয়রা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পটিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত কবির আহমদের ছেলে ও পটিয়া পৌরসদরের বাস স্টেশন এলাকার একটি হোটেলের কর্মচারি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম পৌরসদরের বাস স্টেশন এলাকার সম্রাট হোটেলে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিল। সদরে সে একটি বাসা ভাড়া নিয়ে থাকত আর তার পরিবার গ্রামের বাড়িতে থাকত। মাঝে মধ্যে রাতে বাড়িতে চলে আসত নুরুল ইসলাম।

হোটেলের মালিক জানিয়েছে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে কাজ শেষে সে বেরিয়ে পড়ে। এর পর সকালে তার মরদেহ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও পড়নের কাপড় কিছুই ছিলনা। তার শার্ট দিয়ে পেটের মধ্যে শক্ত বাঁধ দেওয়া ছিল।

এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, ঘটনার খবর পাওয়ার পর পরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কে বা কারা ঘটনার সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top