চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে নিখোঁজ যুবকের লাশ ১৩ ঘন্টা পর শঙ্খ নদের দোহাজারী ব্রীজের নীচ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। নিখোঁজ হওয়া সে যুবকের নাম রোমান (২৩), তিনি দোহাজারীর বার্মা কলোনিতে বসবাস করতেন।
রোববার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা লাশটি নদীর তীরে নিয়ে আসে। পরে খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে।
মারা যাওয়া রোমান কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আবু ছৈয়দের ছেলে। তিনি কাজের সন্ধানে কয়েক মাস আগে দোহাজারীর বার্মা কলোনী এলাকায় আসেন। এবং কংকর ভাঙ্গার কাজ করা শুরু করেন।
স্থানীয়রা জানায়, শঙ্খ ব্রীজের পার্শ্ববর্তী সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম কাঠগড় এলাকায় বার্মা কলোনীতে গত শনিবার রাতে জুয়া খেলা ও ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনা ঘটে। যেটি রাত ১১টা থেকে শুরু হয়ে চলে রাত ২টা অব্দি।
এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উক্ত মারামারির ঘটনা দেখতে গিয়েছিল রোমান।
স্থানীয়দের ধারণা, রাতের ওই ঘটনায় পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে আসার সময় শঙ্খ ব্রীজের উপর থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় রোমান। এরপর থেকে তার আর কোন হদিস পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে তার কাজের মাঝি তৌহিদ চন্দনাইশ থানাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। অবশেষে আজ রোববার দুপুর আড়াইটার সময় তার লাশ দোহাজারী শঙ্খ ব্রীজের নীচে ভেসে উঠে।
চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ