ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক ২জন আসামীকে গ্রেফতার করেছে।
রবিবার (৬ এপ্রিল) ভোর রাতে অভিযান চালিয়ে উপজেলার মধ্যম ভোমরিয়াঘোনা ও পশ্চিম গজালিয়া থেকে সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মধ্যম ভোমরিয়াঘোনার মৃত আমির হোসেন মোঃ সিকদারের পুত্র আনোয়ার হোসেন (৪২), তার বিরুদ্ধে জিআর ৬২২/০৮ মামলায় ৩ বছরের সাজা ও ১ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। অপরজন বন ৯৮/১৮, (সিআর) এর পরোয়ানা ভূক্ত আসামী পশ্চিম গজালিয়ার মৃত মনিরুজ্জামানের পুত্র ছাবের আহমদ (৪৫) তার বিরুদ্ধে ৩ বছরের সশ্রমকারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন। এাইদিন দুজনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান।
চাটগাঁ নিউজ/সেলিম উদ্দীন/এমকেএন