ফটিকছড়িতে ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ধর্মপুরে ১১ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ জামাল (৪৫) নামে এক ব্যক্তিকে গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

৫ এপ্রিল (শনিবার) উপজেলার ধর্মপুর ইউপির ৪নং ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদ নতুন বাড়িতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় রিয়াজসহ অন্যান্যদের সাথে কথা বলে জানা যায়- ১১ বছরের একটি মেয়েকে ধর্ষণ করার সময় দেখে যায় স্থানীয়রা। এসময় তাদের হাতে নাতে ধরে গণধোলাইয়ের পর গলায় জুতার মালা পরিয়ে দেয়া হয়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে আইনের প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানান থানার সেকেন্ড অফিসার এস.আই হিমেল চাকমা।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর আহমেদ বলেন, ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে (৬ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top