সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ২৬ মার্চ দুর্বৃত্তদের হাতে নিহত সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন হত্যা মামলায় উপজেলার বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নের যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) বিকালে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যেগে সীতাকুণ্ড পৌরসভার উত্তর বাজারে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত হন। প্রতিবাদ সভা শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তর বাজার থেকে শুরু হয়ে পৌর সদর পদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেয়।
সভায় নেতৃবৃন্দরা বলেন, কৃষক দলের নেতা নাছির উদ্দীনের প্রকৃত খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাদের গ্রেফতারের প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। এছাড়া বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোঃ আসলাম চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান সমাবেশ থেকে।
উপজেলাে যুবদলের যূগ্ম আহবায়ক সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর ও পৌর যুবদলের সদস্য সচিব জিয়া উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুপ নিজামী, শামসুল আলম আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, আসলাম চৌধূরীর ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আরঙ্গজেব মোস্তফা, সহ-সভাপতি ইসমাঈল হোসেন, যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বার, হারুন উর রশিদ ইব্রাহিম, লিয়াকত চৌধুরী জুয়েল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরী, সদস্য সচিব খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলাউদ্দিন মনি, সাবেক সভাপতি সোলাইমান রাজ, পৌর যুবদলের আহবায়ক অমলেন্দু কনক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী, সদস্য সচিব কামরুল হোসেন বাবলু, যুবদল নেতা আলমগীর মেম্বার প্রমূখ।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন